আল আমিন হোসেন,টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শেখ রাজীব হাসান কে হত্যার হুমকি দেয় অজ্ঞাত দুই সন্ত্রাসী।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর তৎকালীন টঙ্গী মডেল থানাধীন আউচপাড়া মোক্তারবাড়ী রোড এলাকায় রাত আনুমানিক ৮ ঘটিকার সময় সৈকত হোসেন শাওন নামে এক যুবককে নির্মম ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। ১৩ই অক্টোবর সৈকত হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘’ টঙ্গীর সৈকত হত্যার রহস্য আধারেই বিলীন’’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের দুই দিন পর গত শুক্রবার রাতে সাংবাদিক রাজিব হাসান বাসায় ফেরার সময় দুইজন যুবক তার পথ আটকিয়ে হত্যার হুমকি দেয়।
এ সময় ওদের হাতে থাকা ধারালো অস্ত্র ঠেকিয়ে অন্ধকার গলির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলতে থাকে, কিরে বড় সাংবাদিক হইছোস, সৈকত মরছে তিন বছর হইছে, সৈকতরে মারছি কিছু টাকা গেছে, তোকে মারলেও কিছু টাকা খরচ হইবো। এমন সময় রাস্তার মধ্যে পথচারীদের আনাগোনার শব্দ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
Leave a Reply